Tourist Death : উত্তরকাশীতে বেড়াতে গিয়ে মৃত্যু, নৈহাটির বাড়িতে পৌঁছল রেল কর্মী প্রদীপ দাসের দেহ - উত্তরকাশীতে বেড়াতে গিয়ে মৃত্যু

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 27, 2022, 4:57 PM IST

উত্তরাখণ্ডে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন নৈহাটির বাসিন্দা রেল কর্মী প্রদীপ দাস ৷ আজ তাঁর দেহ নৈহাটির বাড়িতে এসে পৌঁছল (Naihati Resident Pradeep Das Body Reached His Home Who Die in Uttarkashi) ৷ 55 বছর বয়সি প্রদীপ দাস বেড়াতে গিয়েছিলেন চারধাম যাত্রায় বেড়িয়েছিলেন ৷ তিনি রেলের হাওড়া ডিভিশনের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন ৷ জানা গিয়েছে, গত সোমবার 22 মে গঙ্গোত্রী, গোমুখ দর্শনের জন্য রওনা দিয়েছিলেন ৷ কিন্তু, গত 25 মে সন্ধেয় তাঁর বাড়িতে খবর আসে পথ দূর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রদীপ দাসের ৷ পরিবারের তরফে জানানো হয়েছে, গাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় ৷ তার জেরে গাড়িটি খাদে পড়ে যায় ৷ খাদ থেকে প্রদীপ দাস-সহ বাকি সকলকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বলে উত্তরাখণ্ড প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.