লকডাউনের বাজারে বাহন যখন ঢালাই মেশিন ! - লকডাউন
🎬 Watch Now: Feature Video
ভেবেছিলেন লকডাউনের বাজারে সবার নজর এড়িয়ে নিজেদের বাড়ি পৌঁছে যাবেন ৷ বাস-ট্রেনে-নয়, বাহন হিসেবে বেছেছিলেন ঢালাই মেশিনকে । বেশ কিছুটা পথ চলেও গিয়েছিলেন । কিন্তু, বাধ সাধল পুলিশের সন্দেহ । যেমন সন্দেহ, তেমন কাজ । মাঝ রাস্তায় মেশিন-গাড়ি থামিয়ে তল্লাশি চালাল পুলিশ । মেশিনের ভেতর থেকে বেরিয়ে আসতে হল লুকিয়ে থাকা শ্রমিকদের । সক্কলে আটক করা হয় । শুরু হয় সোয়াব পরীক্ষাও । ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দরের । দেখুন সেই ভিডিয়োটি..