Bidisha Death mystery : সুইসাইড নোটে ক্যানসারের উল্লেখ, অবসাদেই আত্মঘাতী বিদিশা ? - Bidisha De Majumdar death
🎬 Watch Now: Feature Video
আত্মহননের আগে ছোট খাতার শেষ দিকে অর্ধেক পৃষ্ঠা জুড়ে সুইসাইড নোট লেখে বিদিশা দে মজুমদার । সেখানে লেখা রয়েছে, কর্কটরোগে আক্রান্ত উঠতি মডেল ৷ সেই থেকেই অবসাদগ্রস্থ হয়ে পড়েন তিনি ৷ তারপরেই বুধবার সকালে সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি ৷ এমনটাই জানালেন বিদিশার এক আত্মীয় (Bidisha De Majumdar death) ৷