Post Poll Violence Case : ভোট পরবর্তী হিংসায় অনুব্রত ঘনিষ্ঠ ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়কে তলব সিবিআই-এর - Anubrata Mandal

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 6, 2022, 2:11 PM IST

দুর্গাপুরে অস্থায়ী ক্যাম্পে সিবিআই-এর তলবে হাজিরা দিলেন ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায় (Mayureswar MLA Abhijit Roy at CBI Office in Durgapur in Post Poll Violence Case) ৷ সোমবার সকাল 10টায় সিবিআই দফতরে হাজিরা দেন তিনি ৷ এর আগে লাভপুর ও কেতুগ্রামের বিধায়ককে ভোট পরবর্তী হিংসা মামলায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই ৷ গতকাল অনুব্রতর 4 দেহরক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল সিবিআই ৷ তারও আগে অনুব্রত-ঘনিষ্ঠ আউশগ্রাম ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি অরূপ মিদ্যাকেও তলব করা হয়েছিল ৷ এ বার ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়কে তলব কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ৷ একুশের নির্বাচনের ফল ঘোষণার দিন ইলামবাজারের গোপালনগর গ্রামের বিজেপি কর্মী গৌরব সরকার খুন হন বলে অভিযোগ ৷ সেই মামলাতেই অভিজিৎ রায়কে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর ৷ আগামী 10 জুন গৌরব সরকার খুনের মামলায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে সিবিআই-কে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.