JNNURM Project: সরকারি ঘর বিক্রি হচ্ছে অভিযোগ তুলে ঘরের চাবি নিল না বস্তিবাসী - Many Slum Dwellers did not Take House Keys Complaining that Government Houses are being sold

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 28, 2022, 6:51 PM IST

জওহরলাল নেহেরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন প্রকল্পের আবাসন (Jawaharlal Nehru National Urban Renewal Mission) বহিরাগতদের বিক্রি করে দেওয়ার অভিযোগে দুর্গাপুরের সিধু কানহু ইনডোর স্টেডিয়ামের অনুষ্ঠানেই মেয়রের সামনেই বিক্ষোভ দেখালেন স্থানীয়রা (Many Slum Dwellers did not Take House Keys)। দুর্গাপুরের 23 নম্বর ওয়ার্ডের নবীন পল্লি এলাকার দুঃস্থ মানুষদের জন্য করা হয়েছিল জহরলাল নেহেরু ন্যাশনাল রিনিউয়াল আরবান মিশনের বেশ কয়েকটি আবাসনে 408টি পাকা বাড়ি । তার মধ্যেই অধিকাংশ বাড়ি বিক্রি করে দেওয়ার অভিযোগ স্থানীয়দের । নবীনপল্লি এলাকার বাসিন্দাদের অভিযোগ, 10 হাজার টাকা করে দেওয়া হয়েছে বাড়ি তৈরির জন্য কিন্তু তাঁদের বাড়ি বিক্রি করে দিয়েছে নগর নিগমের আধিকারিকরা । দুর্গাপুর নগর নিগমের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় অভিযোগ অস্বীকার করে জানান, স্থানীয়দের দাবি ছিল যে ঘরগুলির কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে, সেগুলি সম্পূর্ণ করার পর তাঁদের দেওয়ার । এখনও পর্যন্ত যেসব ঘরের কাজ সম্পূর্ণ হয়েছে সেই ঘরগুলিই তাদের দেওয়া হবে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.