Buniadpur Municipality : বুনিয়াদপুরে অ্যাম্বুলেন্সের 'স্বাস্থ্য' পরীক্ষা কর্মসূচি - বুনিয়াদপুর পৌরসভায় অ্যাম্বুলেন্সের স্বাস্থ্য পরীক্ষা
🎬 Watch Now: Feature Video
দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে বুনিয়াদপুরে (Buniadpur Municipality)বিশেষ ক্যাম্পের মধ্যে দিয়ে শুরু হল অ্যাম্বুলেন্সের 'স্বাস্থ্য' পরীক্ষা কর্মসূচি । পরিবহন দফতরের আধিকারিকরা রবিবার বেশ কিছু অ্যাম্বুলেন্সের রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় নথি পরীক্ষা করে দেখেন (Maintenance of Ambulance at Buniadpur Municipality)। হরিরামপুর, কুশমন্ডি ও বংশীহারি ব্লকের প্রায় 18টি অ্যাম্বুলেন্সকে বুনিয়াদপুর ফুটবল মাঠে নিয়ে হর্ন, আলো ও রোগী বহনের পরিকাঠামো সমস্ত কিছু পরীক্ষা করে দেখা হয় ৷