Maha Yagya in Farakka : 108টি কুমারী মেয়ের পুণ্যকলস স্থাপন দিয়ে ফরাক্কায় শুরু 48 প্রহরের মহাযজ্ঞ - Maha Yagya in Farakka
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15047682-thumbnail-3x2-msd.jpg)
108 জন কুমারী মেয়েদের পুণ্যকলস স্থাপনের মধ্য দিয়ে শুরু হল 48 প্রহর মহানাম যজ্ঞ (Maha Yagya in Farakka) । গঙ্গা থেকে আনা কুমারী মেয়েদের পুণ্য কলস স্থাপন করা হয় ঢাক, ঢোল, মৃদঙ্গ বাজিয়ে। সোমবার সকালের এই দৃশ্য দেখতে ভিড় জমান মুর্শিদাবাদ ফরাক্কা থানার বেওয়া 2 নম্বর অঞ্চলের নিশিন্দ্রা ঘোষপাড়া এলাকার মানুষরা। অধিবাস দিয়ে শুরু এই মহানাম সংকীর্তন গ্রামের মণ্ডপের বিশাল চাতালে 48 প্রহর ধরে চলবে । অনুষ্ঠানকে কেন্দ্র করে বিরাট মেলা বসে মণ্ডপ সংলগ্ন মাঠে। হাজার হাজার মানুষ নাম সংকীর্তনে অংশ নেন।
Last Updated : Apr 18, 2022, 8:23 PM IST
TAGGED:
Maha Yagya in Farakka