Locket Chatterjee Slams : 'দিল্লির এইমসে ভাল চিকিৎসা হয়' পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ লকেটের
🎬 Watch Now: Feature Video
"অনুব্রত মণ্ডলের পাশে আরেকটি বেড ফাঁকা করে রাখা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হাইকোর্টের নির্দেশে কোথাও যাওয়া যাবে না। উডবার্নেও নয়। সবচেয়ে ভাল হবে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হলে ৷ যদি শরীর খারাপ হয় তাহলে ওখানে চলে যান ৷ খুব ভাল চিকিৎসা হয়।" হাইকোর্ট পার্থ চট্টোপাধ্যায়কে যে নির্দেশ দিয়েছে তার পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার হুগলির সাংগঠনিক অফিসে একথাই বলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee Slams)।
TAGGED:
Locket Chatterjee Slams