Leopard Chases Cyclist : কাজিরাঙায় হাইওয়েতে সাইকেল আরোহীর উপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ, দেখুন গায়ে কাঁটা দেওয়া ভিডিয়ো - কাজিরাঙায় চিতাবাঘের হানা
🎬 Watch Now: Feature Video
কাজিরাঙার রাস্তায় ধরা পড়ল ভয়াবহ দৃশ্য । রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক সাইকেল আরোহী । তাঁকেই ধাওয়া করেছে বিশাল এক চিতাবাঘ । সেটির সঙ্গে ধাক্কা খেয়ে সোজা রাস্তায় ছিটকে পড়লেন ওই সাইকেল আরোহী । অন্যদিকে আক্রমণের পরেই ফের জঙ্গলে মিলিয়ে গিয়েছে মূর্তিমান । এদিকে কোনওরকমে প্রাণে রক্ষা পেলেও রীতিমতো থরহরি কম্প অবস্থা অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির (Leopard chases Cyclist in Haldhibari Animal Corridor) ।