Left Front Agitation: মালদায় মুখ্যমন্ত্রীর মুড়ি-তেলেভাজা ও চা বিক্রি মন্তব্যের প্রতিবাদ বাম সংগঠনের - বাম সংগঠনের কর্মী সর্মথক
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16461987-thumbnail-3x2-malda.jpg)
কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শারদোৎসবে মুড়ি, ঘুঘনি, চা বিক্রির পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তা নিয়ে ইতিমধ্যে ট্রল শুরু হয়েছে সোশাল মিডিয়ায় (Social Media)। এবার মুখ্যমন্ত্রীর সেই পরামর্শে মালদায় মুড়ি-তেলেভাজা, চা বিক্রি করে প্রতীকী প্রতিবাদ বাম সংগঠনগুলির (Left Front Agitation on Mamata Speech) । দুপুরে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে বাম সংগঠনের কর্মী-সমর্থকরা মুড়ি-তেলেভাজা, চা বিক্রি করে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদ করেন।