Kunal Ghosh Slams BJP : "বাংলায় শীত-গ্রীষ্ম-বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস ভরসা", কুণাল - Kunal Ghosh Slams BJP
🎬 Watch Now: Feature Video
রাজারহাট নারায়ণপুরে ইফতার পার্টি অনুষ্ঠানে যোগ দিতে আসেন কুণাল ঘোষ (Kunal Ghosh Slams BJP) ৷ বিজেপি সাংসদ অর্জুন সিং দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য় করেন ৷ এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, "কোনও বিজেপি সাংসদ যখন বলেন কেন্দ্রীয় সরকার বাংলার কাজ করছে না, বাংলার দাবি আদায় করার জন্য বাংলার সমস্যা সমাধানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে দরকার তাহলে বুঝে নিতে হবে বিজেপি হচ্ছে বাংলার শত্রু ৷ "তিনি আরও বলেন, "বাংলার শীত-গ্রীষ্ম-বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস ভরসা ৷"
Last Updated : Apr 28, 2022, 11:08 PM IST
TAGGED:
Kunal Ghosh Slams BJP