Durga Puja 2022: সুষ্ঠুভাবে বিসর্জন সম্পন্ন করতে প্রস্তুত কলকাতা পৌরনিগম - কলকাতা পুরসভা
🎬 Watch Now: Feature Video
আজ বিজয় দশমী (Bijoya Dashami)। গঙ্গার 16টি ঘাটে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে (Durga Puja 2022)। সুষ্ঠুভাবে বিসর্জন সম্পন্ন করতে প্রস্তুত কলকাতা পৌরনিগম ৷ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আছেন । দূষণ রোধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে । প্রতিমা নিরঞ্জনের সঙ্গে সঙ্গেই প্রথমে কলকাতা পৌরনিগমের কর্মীরা প্রতিমা জল থেকে তুলে ডাঙায় রাখছেন । সেখান থেকেই ট্রেনে করে প্রতিমা তুলে ডাম্পার ফেলা হচ্ছে । সে ডাম্পার একাধিক প্রতিমার কাঠামো অবশিষ্টাংশ নির্দিষ্ট জায়গায় ফেলছে ।
Last Updated : Oct 5, 2022, 7:54 PM IST