Paddy Cultivation: বর্ষা নেই দুয়ারে, 'বিনা কর্ষণ' পদ্ধতিতে চাষ করে লাভের আশা চাষিদের
🎬 Watch Now: Feature Video
কম জলেই বাড়ছে বীজ ৷ অতি খরায় কৃষি দফতরের পরামর্শে 'বিনা কর্ষণ' পদ্ধতি হাতিয়ার করে লাভের আশা কাঁকসার চাষিদের (Kanksa Farmers Hope to Profit in Paddy Cultivation)৷ আশাবাদী কাঁকসার কৃষিদফতরও ৷ অন্যদিকে 'বিনা কর্ষণ' পদ্ধতি অবলম্বন করলে কম সময়েই ফলন বাড়বে সঙ্গে ধানের সেচের জলও লাগবে কম। কম সার প্রয়োগ করেই করা যাবে চাষ। এই বছর ভারি বৃষ্টির অভাবে কাঁকসায় এখনও হাজার-হাজার বিঘা জমি ফাঁকায় পড়ে। তারই মধ্যে শেষমেশ কৃষি দফতরের 'বিনা কর্ষণ' পদ্ধতি অবলম্বন করলে ফলন বেশি এবং লাভের মুখ দেখা যাবে চাষিদের।
Last Updated : Jul 26, 2022, 11:05 PM IST
TAGGED:
Paddy Cultivation