Kalpataru Utsab : কোভিডবিধি মেনেই কাশীপুরে পালিত হল কল্পতরু উৎসব - Kalpataru Utsab
🎬 Watch Now: Feature Video
আজ কল্পতরু উৎসব ৷ আজকের দিনেই শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন । ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক । সেই থেকেই কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসব পালিত হয়েছে (kalpataru utsab in cossipur udyanbati) । এবারও অনুষ্ঠান পালিত হল অন্যান্যবারের মতই ৷ তবে কোভিডের কারণে প্রবেশাধিকার পাননি ভক্তরা ৷ আজ থেকে 3 জানুয়ারি পর্যন্ত সাধারণের জন্য জারি করা হয়েছে নিষেধাজ্ঞা ৷
Last Updated : Jan 1, 2022, 2:31 PM IST
TAGGED:
Kalpataru Utsab