Councillor Kajari Banerjee : কাউন্সিলর হিসেবে শপথ কাজরী বন্দ্যোপাধ্যায়ের - কাউন্সিলর হিসেবে শপথ কাজরী বন্দ্যোপাধ্যায়ের
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14001076-thumbnail-3x2-kajri.jpg)
কলকাতা পৌরনিগমের কাউন্সিলর হিসেবে শপথ নিলেন কাজরী বন্দ্যোপাধ্যায় (Kajari Banerjee takes oath as KMC councillor) ৷ সম্পর্কে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের ভ্রাতৃবধূ ৷ এবারের কলকাতা পৌরভোটে তিনি 73 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন ৷ এদিন শপথগ্রহণের পর তিনি বলেন, "আগের কাজের অভিজ্ঞতা নতুন দায়িত্ব পালনে কাজে লাগবে ৷"
TAGGED:
Councillor Kajari Banerjee