Cyclone Asani Update : অশনির দাপট শেষ, শুধু জারি থাকবে ঝড়-বৃষ্টি - Cyclone Asani Update
🎬 Watch Now: Feature Video
ঘূর্ণিঝড় অশনিতে বঙ্গের জন্য কোনও অশনি সংকেত নেই, বলছে হাওয়া অফিস । আলিপুর আবহাওয়া দফতরের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেন,"তীব্র ঘূর্ণিঝড় অশনি এই মুহূর্তে বিশাখাপত্তনম থেকে 300 কিলোমিটার দক্ষিণ দিকে রয়েছে। এটি অগ্রসর হবে উত্তর-পশ্চিম দিকে ৷ মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশ উপকূলে গিয়ে পৌঁছবে অশনি তারপর ধীরে ধীরে বাঁক নিয়ে এগোতে থাকবে। আগামী 24 ঘণ্টার মধ্যে তীব্র ঘূর্ণিঝড় অশনি দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে ৷ বর্তমানে পশ্চিমবঙ্গ উপকূলে কোনও রকম বিপদের সম্ভাবনা নেই (IMD Kolkata says Cyclone Asani may not affect Bengal much)। কোনওরকম ঝড়-জলোচ্ছ্বাস, সম্ভাবনা নেই । শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।" উপকূলের জেলাগুলি পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। আগামী 13 মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে বারণ করা হয়েছে ৷ বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আগামী 12 মে থেকে উত্তরবঙ্গের ওপরে পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷