Recovered Illegal Crackers: বারুইপুরে 5 লক্ষ টাকার নিষিদ্ধ বাজি উদ্ধার, গ্রেফতার 4 - বারুইপুরে পাঁচ লক্ষ টাকার নিষিদ্ধ বাজি উদ্ধার
🎬 Watch Now: Feature Video
গোপন সূত্রে খবর পেয়ে প্রায় 5 লক্ষ টাকার নিষিদ্ধ বাজি উদ্ধার করল পুলিশ, গ্রেফতার করা হল 4 জনকে (Recovered Illegal Crackers) । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে । সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর কাটাখাল এলাকা থেকে দু'টি মোটরভ্যান ও একটি অটো থেকে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি আটক করে বারুইপুর থানার পুলিশ । উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি । প্রায় 70 হাজার পিস চকলেট বোমা, কয়েক হাজার পিস দোদোমা ও কালিপটকা । উদ্ধার হয়েছে হাজার হাজার নিষিদ্ধ আতশ বাজি । যার মধ্যে রয়েছে সেল, রকেট, রংমশাল, তুবড়ি, সাপ বাজি ও আরও অন্যান্য নিষিদ্ধ বাজি ।