পরীক্ষা না হলেও সরকারি মূল্যায়নে খুশি উচ্চ মাধ্যমিকে প্রথম রুমানা - rumana sultana

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 22, 2021, 8:22 PM IST

রাজ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম মুর্শিদাবাদের কান্দি রাজা মণীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রুমানা সুলতানা ৷ বিজ্ঞান বিভাগের ছাত্রী রুমানার প্রাপ্ত নম্বর 499 । স্বাভাবিকভাবেই কান্দি পৌরসভার 11নং ওয়ার্ডের শিবরামবাটিতে রুমানার বাড়িতে এখন খুশির হাওয়া । বাবা রবিউল আলম ভরতপুর গয়েশাবাদ অচলা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক । মা সুলতানা পারভিন ওই স্কুলেরই ইংরেজি শিক্ষিকা ৷ 2019 সালে মাধ্যমিকে 687 পেয়ে রাজ্যে পঞ্চম হয় রুমানা ৷ করোনা আবহে পরীক্ষা না হওয়ার খেদ মনের মধ্যে থাকলেও, সরকারি মূল্যায়নে খুশি সে ৷ উচ্চ মাধ্যমিকের এই সাফল্যের পর ভবিষ্যতে বিজ্ঞানী হওয়ার ইচ্ছা আছে বলে জানায় কৃতি রুমানা ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.