Hanging Body Recovered: দাসপুরে হাই মাদ্রাসার অস্থায়ী শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার - পশ্চিম মেদিনীপুরের দাসপুরে হাই মাদ্রাসা স্কুলের ইংরেজি শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 10, 2022, 1:12 PM IST

পশ্চিম মেদিনীপুরের দাসপুরে হাই মাদ্রাসা স্কুলের ইংরেজি শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল (Hanging Body Recovered Part Time Teacher of High madrasa in Daspur Paschim Medinipur) ৷ বিশ্বজিৎ পাত্র নামে ওই ব্যক্তি দাসপুর ঘনশ্যামবাটি সায়াদাতিয়া হাই মাদ্রাসা স্কুলে অস্থায়ী শিক্ষক ছিলেন ৷ ওই স্কুলেই অস্থায়ী শিক্ষিকা তাঁর স্ত্রী ৷ এ দিন সকালে বাড়িতে বিশ্বজিৎ পাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনি অত্মহত্যা করেছেন ৷ তবে, তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ এই ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷ তিনি কোনওরকম মানসিক অবসাদে ভুগছিলেন কি না, তা জানতে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ পাশাপাশি, বিশ্বজিৎ পাত্রের সহকর্মীদের সঙ্গেও এ নিয়ে কথা বলা হতে পারে বলে জানা গিয়েছে ৷ তবে, প্রতিবেশীদের দাবি, পারিবারিক বা ব্যক্তিগত জীবনে তাঁর কোনও সমস্যা ছিল না ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.