Mal River Incident: হড়পায় ভেসে যাওয়াদের উদ্ধার, 4 'রিয়েল হিরো'কে সংবর্ধনা

By

Published : Oct 7, 2022, 10:07 PM IST

thumbnail

দশমীর দিন রাতে জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় হড়পা বানে বহু মানুষকে ভাসিয়ে নিয়ে যায় ৷ অধিকাংশকে উদ্ধার করা গেলেও 8 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ 13 জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে ৷ তবে, কেউ নিখোঁজ রয়েছে কি না, তা এখনও প্রশাসনের তরফে জানানো হয়নি ৷ হড়পা বানে ভেসে যাওয়া মানুষদের জীবনের ঝুঁকি নিয়ে বাঁচিয়ে রাতারাতি হিরো তেশিমলা গ্রামের মানিক মহম্মদ (Four Real Hero Felicitated)। শুধুমাত্র মানবিকতার খাতিরেই নিজের জীবন বিপন্ন করে জলে ঝাপিয়ে পড়েছিলেন মানিক-সহ মোট চার জন স্থানীয় ব্যক্তি । বহু মানুষকে উদ্ধার করে ওদের জীবন বাঁচিয়েছেন তেশিমলার মহম্মদ মানিক, শালবাড়ির তরিফুল ইসলাম ও ফরিদুল ইসলাম, সোনগাছির মনোজ মুন্ডা ৷ এই চার রিয়েল হিরোকে শুক্রবার গ্রিন জলপাইগুড়ি'র পক্ষ থেকে সম্মান জানানো হয়। গ্রিন জলপাইগুড়ির সম্পাদক অঙ্কুর দাস জানান, আজ আমরা একে একে চারজনকে সংবর্ধনা প্রদান করেছি । ওদেরকে সংবর্ধিত করতে পেরে গর্বিত আমরা ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.