ডার্বি সবসময় 50-50, বলছেন দেবজিৎ - ফর্ম এবং অভিজ্ঞতায় এটিকে মোহনবাগান এগিয়ে
🎬 Watch Now: Feature Video
ফর্ম এবং অভিজ্ঞতায় এটিকে মোহনবাগান এগিয়ে । কিন্তু ডার্বি সমস্ত অঙ্কের বাইরে । তাই রেফারি বাঁশি বাজালেই ম্যাচ 50-50 । এভাবেই আইএসএলের দ্বিতীয় ডার্বির আগে বিশ্লেষণ প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষের । নিজে দুই দলের জার্সিতে চুটিয়ে খেলেছেন । ফলে দুই দলের ড্রেসিংরুম নিয়ে ধারণা রয়েছে ।পাশাপাশি ম্যাচের মেজাজ চেনা । প্রাক্তন বাঙালি মিডফিল্ডার বলছেন ফিটনেসের দিক থেকে এই ম্যাচে কোনও দল পিছিয়ে থেকে নামে না । কিন্তু পার্থক্য গড়ে দেয় মানসিকতা । সেখানে যে বাজিমাত করে দেয় ম্যাচ তার হয় ।