Fishery Department Imposes Ban On Fishing : মৎস্যজীবীদের মাছ ধরার নিষেধাজ্ঞা জারি মৎস্য দফতরের - FISHERY DEPARTMENT IMPOSES BAN ON FISHING IN DIAMOND HARBOUR
🎬 Watch Now: Feature Video
দু'মাস গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করল মৎস্য দফতর( Fishery Department Imposes Ban On Fishing)। মৎস্য দফতরে জারি করা নিষেধাজ্ঞার ফলে বন্দরে ফিরছেন মৎস্যজীবীরা। ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ডহারবার, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, বকখালি, ফলতার বন্দরগুলিতে গভীর সমুদ্র থেকে মৎস্যজীবীরা একে একে ভিড় করছেন। মৎস্য দফতর সূত্রে খবর, প্রতিবছর 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত সমুদ্র ও নদীতে মাছ নিষেধাজ্ঞা জারি করে পশ্চিমবঙ্গ মৎস দফতর। মাছের প্রজননের সময় লাগে 61 দিন ৷ তাই এই সময় নিষেধাজ্ঞা জারি করা হয় ।