Hilsa Fish: খরা কাটিয়ে মরশুমে প্রথম দিঘায় মিলল বিপুল রুপোলি শস্য
🎬 Watch Now: Feature Video
দীর্ঘদিন ধরে ইলিশ না-পাওয়ার কারণে হতাশায় ছিল মৎস্যজীবী থেকে ট্রলার মালিকরা। এবার চিত্রটা বদল হল ৷ এ মরশুমে প্রথম দিঘার সমুদ্রে উঠল 12-14 টন ইলিশ (Fisherman Caught Lot of Hilsa Fish)। আর তাতে খুশির জোয়ার মৎস্যজীবীদের মধ্যে। ইলিশের অনুকূল পরিবেশই হল এই ভরা বর্ষা ৷ একে পূবালি হাওয়া সঙ্গে ইলশে গুঁড়ি বৃষ্টি তাই ইলিশেরও দেখা মিলল দিঘার মোহনাতে। এরপরও ব্যাপকহারে ইলিশ দেখা মিলতে পারে, এমনটাই আশাবাদী মৎস্যজীবীরা।