Rabindra Nath Ghosh: আয়ের চেয়ে ব্যয় বেশি, কারণ খুঁজতে বাসস্ট্যান্ডে হাজির পৌরসভার চেয়ারম্যান - রবীন্দ্রনাথ ঘোষ
🎬 Watch Now: Feature Video
কোচবিহার পৌরসভা পরিচালিত বাসস্ট্যান্ড থেকে প্রতিমাসে ঘাটতি দেড় লক্ষ টাকা (Rabindra Nath Ghosh Appeared at Bus Stand)। কেন এই ঘাটতি তা খতিয়ে দেখতে বাসস্ট্যান্ডে হাজির পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ । সোমবার দুপুরে তিনি পৌরসভার কাউন্সিলর ও আধিকারিকদের নিয়ে এই বাসস্ট্যান্ডে যান । সেখানে বেসরকারি বাসস্ট্যান্ডের পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি কর্মীদের সঙ্গে কথা বলেন । জানা গিয়েছে, পৌরসভা পরিচালিত এই বাসস্ট্যান্ড থেকে কোচবিহার জেলার পাশাপাশি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, অসম, মেঘালয় ও অরুণাচলের বাস ছাড়ে । প্রতিদিন হাজার হাজার যাত্রী এই বাসস্ট্যান্ডে ওঠানামা করেন । এই বাসস্ট্যান্ডে লক্ষাধিক টাকা আয় হলেও ব্যয় আড়াই লক্ষ টাকা । আয়ের চেয়ে ব্যয় বেশি । কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "আয়ের চেয়ে ব্যয় বেশি । কেন এমনটা হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি পরিকাঠামোগত কিছু সংস্কার করা দরকার । সেগুলো এ দিন খতিয়ে দেখা হল ।"