Bombs Recovered in Howrah: গোলাবাড়ি থানার ট্রাফিক গার্ডের কম্পাউন্ডে 8টি বোমা উদ্ধার - বোমা উদ্ধার
🎬 Watch Now: Feature Video
বুধবার সকালে হাওড়ার গোলাবাড়ি থানার ট্রাফিক গার্ডের কম্পাউন্ড থেকে 8টি বোমা উদ্ধার (Eight Bombs Recovered at Golabari Traffic Guard) ৷ যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ খোদ ট্রাফিক গার্ডের অফিস কম্পাউন্ডের মধ্যে বোমা উদ্ধার হওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ পাশাপাশি, কে বা কারা কীভাবে বোমাগুলি রেখে গেল, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে ৷ বোমা উদ্ধারের খবর পেয়ে ট্রাফিক গার্ডের অফিসে যান গোলাবাড়ি থানার আধিকারিকরা (Bombs Recovered in Howrah) ৷ তবে, পুলিশের তরফে বলা হয়েছে, 2021 সালে এই বোমাগুলি উদ্ধার হয়েছিল ৷ সিআইডি’র বম্ব স্কোয়াডের সেগুলি বাজেয়াপ্ত করে নিষ্ক্রিয় করার কথা ছিল ৷ তবে প্রশ্ন উঠছে, তাহলে একবছর ধরে বোমাগুলি পুলিশের কাছে কেন ? আর যদি পুলিশের তত্ত্বাবধানে থাকে তাহলে, বোমাগুলি থাকবে গোলাবাড়ি থানার মাল ঘরে ৷ কিন্তু, সেগুলি পাওয়া গিয়েছে ট্রাফিক গার্ডের অফিসের পরিত্যক্ত একটি জায়গায় ।