World Menstrual Hygiene Day : "বিশ্ব মেনস্ট্রুয়াল হাইজিন" দিবসে ন্যাপকিন বিতরণ দুর্গাপুরের মেয়রের - ন্যাপকিন বিতরণ দুর্গাপুরের মেয়রের
🎬 Watch Now: Feature Video
আজ, শনিবার "বিশ্ব মেনস্ট্রুয়াল হাইজিন" দিবস ৷ মহিলাদের মধ্যে সচেতনতা বাড়াতে ন্যাপকিন বিতরণ করলেন দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় ৷ 1 ওয়ার্ডের দাসীরবাঁধ এলাকায় দুঃস্থ মহিলাদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা ও স্থানীয় মেয়র ৷ ঋতুস্রাব নিয়ে ছুৎমার্গ থেকে বেরিয়ে এসে সরাসরি আলোচনার কথা বললেন ৷ এদিন তিনি জানান, ঋতুস্রাব কোনও লজ্জার বিষয় নয় ৷ এটা গর্বের বিষয় ৷ সেইসঙ্গে এলাকার পিছিয়ে পড়া মহিলাদের পাশে থাকার আশ্বাস দেন এবং তাঁদের সচেতন করেন (World Menstrual Hygiene Day)৷
Last Updated : Jun 28, 2022, 1:24 PM IST