Dilip Ghosh : আইনশৃঙ্খলার অবনতি পুলিশ দাঁড়িয়ে থেকে দেখে, কিছু করে না : দিলীপ ঘোষ - Dilip Ghosh
🎬 Watch Now: Feature Video
"পশ্চিমবাংলায় এই ধরনের ক্রিয়া-কলাপ বাড়ছে, সিএএ নিয়ে একাধিক জায়গায় রাস্তা অবরোধ, ট্রেন-বাস জ্বালানো হয়েছে ৷ আইনশৃঙ্খলার অবনতি পুলিশ দাঁড়িয়ে থেকে দেখে, কিছু করে না ৷ সরকার আইন-কানুনকে সুরক্ষিত করুক এটা সরকারের দায়িত্ব ৷ সবার প্রতিবাদ করার অধিকার আছে কিন্তু জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ করবে আর মানুষ দাঁড়িয়ে থাকবে ! ওদের কিছু বলার হিম্মত নেই মমতা বন্দ্যােপাধ্যায়ের ৷" ডোমজুড়ে পথ অবরোধ প্রসঙ্গে নিউটাউনের ইকোপর্কে প্রাতঃভ্রমণে এসে এমনটাই বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh slams Bengal Govt) ৷