Alipore Zoo in Christmas : ওমিক্রন আতঙ্ক দুরে রেখে বড়দিনে মাতল চিড়িয়াখানা - ওমিক্রন আতঙ্ক দুরে রেখে বড়দিনে মাতল চিড়িয়াখানা
🎬 Watch Now: Feature Video
প্রতি বছরই বড়দিনে ভিড় উপচে পড়ে আলিপুর চিড়িয়াখানায় (People visit Alipore Zoo in Christmas) ৷ গত বছর করোনার প্রভাবে সেই ভিড়ে খানিক ভাঁটা পড়েছিল ৷ যদিও বছর ঘুরতেই ফিরল সেই চেনা ছবি ৷ ওমিক্রন আতঙ্কেও চিড়িয়াখানায় উৎসবের আমেজ ৷ বাবা-মায়ের হাত ধরে বাঘের খাঁচার সামনে ভিড় জমিয়েছে খুদেরা ৷ শুধু বিভিন্ন পশুপাখি দেখাই নয়, ঘোরাঘুরির ফাঁকে চিড়িয়াখানার মাঠে জমিয়ে চলছে পিকনিকও ৷
TAGGED:
Alipore Zoo in Christmas