ISKCON Rath Yatra 2022: রাজপথে ইসকনের রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী - রাজপথে ইসকনের রথ
🎬 Watch Now: Feature Video
অতিমারিকালে বিগত দু’বছর সাড়ম্বর বন্ধ ছিল ইসকন রথযাত্রায় ৷ বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে ৷ নিউ নর্মালে সব কিছু অনেকটা স্বাভাবিক হয়েছে ৷ উঠেছে বিধিনিষেধ ৷ চলতি বছর ধুমধাম করে পালিত হতে চলেছে কলকাতার ইসকনের রথযাত্রা (ISKCON RathYatra 2022) ৷ এই রথের দড়ি টেনে শুভারম্ভ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷