Agnimitra Paul: মুখ্যমন্ত্রী মুখে যা বলেন কাজে তেমনটা করেন না, কটাক্ষ অগ্নিমিত্রা পলের - অগ্নিমিত্রা পল
🎬 Watch Now: Feature Video
রাজ্যে এসেছেন এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু । মঙ্গলবার সকাল 8.30 নাগাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল-সহ কর্মী-সমর্থকদের সঙ্গে সিমলা স্ট্রিটে যান তিনি (Agnimitra Paul slams Bengal Govt) । এদিকে মঙ্গলবার সিমলা স্মৃতিতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী বলেন যে তিনি প্রান্তিক ও আদিবাসী মানুষের পাশে আছেন । কিন্তু আদতে সেটা আমরা দেখতে পাই না । আমার আশা যে উনিও ওনার সিদ্ধান্ত বদলে দ্রৌপদীর মুর্মুকেই সমর্থন জানাবেন । কেন্দ্রীয় সরকার উইমেন্স এমপাওয়ারমেন্টের কথা বলে । দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছেন এর থেকে বড় এমপাওয়ারমেন্ট আর কিছু হতে পারে না । আমার মনে হয় ভারতবর্ষের সমস্ত মহিলার ওনার পাশে দাঁড়ানো দরকার । মাননীয়া মুখ্যমন্ত্রী এমনভাবে নিজের 'স্ট্যান্ড' বদলান যে তাতে আমাদেরও খুব লজ্জা লাগে ।" সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে স্বামীজীর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন করলেন ।