HS Result 2022 : উচ্চমাধ্যমিকে সপ্তম ডায়মন্ড হারবারের চন্দ্রিমা, লক্ষ্য সিভিল সার্ভিস - HS Examination 2022
🎬 Watch Now: Feature Video
উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছেন দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারের নাইয়া পাড়ার বাসিন্দা চন্দ্রিমা মণ্ডল। ডায়মন্ড হারবার হাইস্কুলের কলা বিভাগের ছাত্রী তিনি । উচ্চমাধ্যমিকে (HS Examination 2022) তাঁর প্রাপ্য নম্বর 492 ৷ কৃতী ছাত্রী চন্দ্রিমা জানিয়েছেন, আগামী দিনে ইংলিশ অনার্স নিয়ে পড়ার ইচ্ছে তাঁর। লক্ষ্য ডাবলুবিএসসি, ইউপিএসসি পরীক্ষা দেওয়ার। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতেও ভালবাসেন চন্দ্রিমা। মেয়ের এই সাফল্যে চন্দ্রিমার বাবা অর্জুন মণ্ডল বলেন, ‘‘মেয়ে ভাল রেজাল্ট করবে এটা জানতাম ৷ সব সময় মেয়ের পাশে ছিলাম। মেয়ে এত সুন্দর রেজাল্টে আমরা খুব আনন্দিত ।’’