Asansol Bye Poll 2022 : কেন্দ্রীয় বাহিনীর মানবিক ছবি আসানসোলে - Asansol Bye Poll 2022
🎬 Watch Now: Feature Video
শীতলকুচির ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর আচরণ নিয়ে গোটা দেশেই বিতর্ক দেখা দিয়েছিল। এবার সেই কেন্দ্রীয় বাহিনীর মানবিক রূপ দেখা গেল আসানসোলে। আসানসোলে রবীন্দ্রভবনে একটি বুথে দেখা গেল বিশেষ ভাবে সক্ষম ভোটারদের হুইল চেয়ার নিজেরাই ঠেলে নিয়ে আসছে কেন্দ্রীয় বাহিনী (Asansol Bye Poll 2022) । শুধু তাই নয়, ভোট গ্রহণকেন্দ্রে তাঁদের ঢুকতেও সহায়তা করে কেন্দ্রীয় বাহিনী।
TAGGED:
Asansol Bye Poll 2022