75 Years of Independence জলের নীচে জাতীয় পতাকা হাতে ভারতীয় সেনা, দেখুন ভিডিয়ো - স্বাধীনতার 75তম বর্ষপূর্তির অনন্য নজির দেখা গেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে
🎬 Watch Now: Feature Video
রাত পোহালেই স্বাধীনতা দিবস ৷ স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশের দিকে দিকে পালিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব ৷ স্বাধীনতার 75তম বর্ষপূর্তির অনন্য নজির দেখা গেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ৷ স্বাধীনতার হীরক জয়ন্তীতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সেনা জলের নীচে জাতীয় পতাকা উত্তোলন করছেন (Celebration at Peak as India Coast Guard Hoists the National Flag Underwater) ৷ জলের নীচে পতাকা হাতে নিয়ে স্যালুট জানাচ্ছেন ওই সেনা ৷
TAGGED:
75 Years of Independence