Sukanta on CAA : রাজ্যে সিএএ লাগু হবেই, পারলে আটকে দেখাক: সুকান্ত - দুর্গাপুরে বিজেপির মিছিল
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15258276-thumbnail-3x2-bjp.jpg)
"পশ্চিমবঙ্গে সিএএ হবেই ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুক সিএএ লাগু আটকাতে পারবে না" দুর্গাপুরে দলীয় মিছিল থেকে এই বার্তায় দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (CAA must be implement in West Bengal says Sukanta Majumdar) ৷ বুধবার বিকেলে ভোট-পরবর্তী হিংসার শিকার রামপ্রসাদ সরকারের খুনিদের শাস্তির দাবিতে দুর্গাপুরে পদযাত্রা করে বিজেপি । সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ-সহ স্থানীয় নেতৃত্বরা ।