Sukanta Majumdar : পুলিশ প্রশাসনের দায়িত্ব কেন্দ্র নিজের হাতে তুলে নিক, দাবি সুকান্তর - হেস্টিংস দফতরে বিজেপির বর্ষবরণ
🎬 Watch Now: Feature Video
"পুলিশ প্রশাসনের দায়িত্ব কেন্দ্রীয় সরকার নিজের হাতে তুলে নিক", বাংলা বছরের প্রথম দিনে এই দাবি জানালেন সুকান্ত মজুমদার ৷ পদ্ম শিবির সূত্রে খবর, আগামী মাসের গোড়ায় অমিত শাহ এলে 356 ধারার কথা জানাবে বঙ্গ বিজেপি । শুক্রবার নববর্ষের সকালে সেই সম্ভাবনাকে উসকে দিলেন রাজ্য বিজেপি সভাপতি । রাজ্য পুলিশ প্রশাসনের দায়িত্ব কেন্দ্র কী ভাবে নিতে পারে ? এর উত্তরে সুকান্তর জবাব, "পদ্ধতি আছে, সংবিধানে ধারা দেওয়া আছে । বাংলার মানুষ বুদ্ধিমান, তাঁরা বুঝে যাবেন ।" গতকাল হেস্টিংস দফতরে বিজেপির বর্ষবরণ অনুষ্ঠানে চমক ছিল দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের গান (BJP State President Sukanta Majumdar demands to Centre to takeover State Police) ।