Sonamukhi BJP MLA : 'শ্রীলঙ্কার পথে এগোচ্ছে পশ্চিমবঙ্গ', রাজ্য সরকারকে আক্রমণ সোনামুখীর বিধায়কের - রাজ্য সরকার দেউলিয়া হয়ে গিয়েছে
🎬 Watch Now: Feature Video
"এই রাজ্য সরকার দেউলিয়া হয়ে গিয়েছে ৷ পশ্চিমবঙ্গ শ্রীলঙ্কার উত্তরসূরী হতে যাচ্ছে ৷" এই ভাষাতেই রাজ্যকে তীব্র কটাক্ষ করলেন বাঁকুড়ার সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী । রবিবার বিকেলে সোনামুখী শহরে ‘ভোট পরবর্তী হিংসার’ বর্ষপূর্তি উপলক্ষে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল । মিছিল শেষে সোনামুখী চৌমাথা সংলগ্ন হাড়ি হাটতলায় একটি পথসভা হয় । সেখানেই বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকার , পুলিশ প্রশাসন, তৃণমূল নেতৃত্বদের শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করে কটাক্ষ করেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী (Sonamukhi BJP MLA) ।