BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু-তদন্তে খুশি নন স্ত্রী - রায়গঞ্জ
🎬 Watch Now: Feature Video
BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু মামলায় CID-র চার্জশিট দাখিল করা নিয়ে একদমই খুশি নন তার স্ত্রী চাঁদিমা রায় ও তার মেয়ে । একই সুরে এই চার্জশিট নিয়ে অখুশি ’BJP । প্রয়াত BJP বিধায়কের স্ত্রী চাঁদিমা রায়ের অভিযোগের ভিত্তিতে মৃত্যুর তদন্ত শুরু করে পুলিশ । পরবর্তীতে এই মামলা CID-র হাতে তুলে দেয় রাজ্য সরকার । ঘটনায় CID নিলয় সিংহ ও মাবুদ আলি নামে দু'জনকে গ্রেপ্তার করে । ধৃতদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, ষড়যন্ত্র ও একাধিক ব্যক্তি মিলে খুনের প্রচেষ্টা মামলার IPC ৩০৬/৪২০/১২০ ধারা লাগু করে শনিবার রায়গঞ্জ আদালতে চার্জশিট দাখিল করেছে CID।