স্বাস্থ্যসাথী এখন ভোটসাথী, নির্বাচনের পর সেটা আয়ূষ্মানে পরিণত হবে : শমীক ভট্টাচার্য - বিজেপি নেতা শমীক ভট্টাচার্য
🎬 Watch Now: Feature Video
সাংবাদিক বৈঠকে একাধিক ইশুতে রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ৷ রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডকে তিনি ভোটসাথী বলে কটাক্ষ করেন ৷ বলেন, ‘‘রাজ্য সরকারের এখন যে স্বাস্থ্যসাথী সেটা ভোটসাথীতে রূপান্তরিত হয়েছে ৷ বিধানসভা ভোটের পরে সেটা আমরা আয়ূষ্মানে পরিণত করব ৷’’ তিনি আরও বলেন,‘‘ বিধানসভায় রাজ্যপালের পদমর্যাদার অবমাননা করা হয়েছে । অধিবেশন শুরুর আগে রাজ্যপালের ভাষণ দেয়া উচিত ছিল । কৃষি আইনের বিপক্ষে প্রস্তাব আনার অধিকার রাজ্য সরকারের নেই ।’’