BJP Agitation in Kandi: নবান্ন অভিযানে পুলিশের বিরোধিতার দাবি তুলে কান্দি থানা ঘেরাও - কান্দি শহর মণ্ডল বিজেপি সভানেত্রী
🎬 Watch Now: Feature Video
বিজেপির নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের বিরুদ্ধতা করতে কান্দি বিধানসভা বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও করা হল (BJP Agitation in Kandi। শুক্রবার কান্দি থানা ঘেরাও কর্মসূচিতে কান্দির বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় (BJP Agitation in Kandi on Nabanna Abhijan)। কান্দি শহর মণ্ডল বিজেপি সভানেত্রী বিনীতা রায় এ নিয়ে জানান, উর্দিধারী পুলিশরা আসলে তৃণমূলের হয়ে কাজ করে। সেকারণে থানা ঘেরাও করে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষ চন্দ্র ঘোষকে স্মারকলিপি প্রদান করা হয় বিজেপির পক্ষ থেকে।