HS Result 2022 : বাড়িতে নেই বিদ্যুৎ, উচ্চমাধ্যমিকে চতুর্থ হয়ে নিজেই দীপ্তি ছড়াচ্ছেন সোনামুখীর অর্পিতা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 11, 2022, 2:15 PM IST

বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের পাথরমোড়া গ্রামের অর্পিতা মণ্ডল । দারিদ্রতা তার নিত্যদিনের সঙ্গী ৷ কোনওরকমে সংসার চালান শারীরিকভাবে অসুস্থ দিনমজুর বাবা । মা গৃহবধূ ৷ বাড়িতে বিদ্যুৎ সংযোগ না থাকায় এমার্জেন্সি লাইট দিয়েই কোনওরকমে পড়াশোনা চালিয়ে গিয়েছে অর্পিতা ৷ কিন্তু এই কঠিন লড়াই লড়েও এবছর উচ্চমাধ্যমিকে চোখ ধাঁধানো রেজাল্ট করেছে পাথরমোড়া উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্রী ৷ 495 নম্বর পেয়ে রাজ্যে চতুর্থ ও জেলায় প্রথম হয়েছে সে (Arpita Mandal from Sonamukhi Ranks 4th in WB HS Examination 2022) । আগামী দিনে শিক্ষিকা হওয়ার ইচ্ছা অর্পিতার ৷ সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা সবরকমভাবে চেষ্টা করবেন অর্পিতার পাশে দাঁড়াতে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.