Tehatta Martyr: উত্তরপ্রদেশের সেনা ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত তেহট্টের জওয়ান - Army Tanker Blast in Uttar Pradesh
🎬 Watch Now: Feature Video
আবারও তেহট্টের হাঁসপুকুরিয়ায় শহিদ হল সুকান্ত মণ্ডল নামে এক সেনা জওয়ানের । বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের ঝাঁসির ববিনা এলাকায় সেনা ট্যাঙ্কার বিস্ফোরণ হয়ে মৃত্যু হয়েছে তাঁর (Tehatta Jawan Martyr) । তাঁর এক সহকর্মী জানান, এদিন ট্যাঙ্কার নিয়ে অনুশীলন চলাকালীন বিস্ফোরণ ঘটে, সেই সময় আহত হন চালক-সহ মোট তিনজন । তাঁদেরকে হাসপাতালে নিয়ে গেলে 2 জনের মৃত্যু হয় ৷ এরপরই এদিন রাতে সুকান্ত মণ্ডলের বাড়ির লোককে মৃত্যুর খবরটি জানানো হয় ৷ খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার । 2020 সালে ভারতীয় সেনায় যোগদান করেন সুকান্ত । চলতি মাসের 13 তারিখে বাড়ি ফেরার কথা ছিল তাঁর ।