Durga Puja 2022: মা অর্ধনারীশ্বর, পৌরহিত্যে রূপান্তরকামী! তিলোত্তমার বুকে এক অন্যরকম দুর্গাবন্দনা
🎬 Watch Now: Feature Video
বাকি আর পাঁচটা দুর্গাপুজোর চেয়ে এই পুজো খানিক আলাদা । শুধু নিয়মকানুন বা মাতৃবন্দনায় নয়, মা দুর্গার রূপেও রয়েছে বৈচিত্র । এখানে মা হলেন অর্ধনারীশ্বর । অর্থাৎ, একদিকে শিব অন্যদিকে পার্বতী । হর-গৌরী বা অর্ধনারীশ্বর রূপে দুর্গার আরাধনা হয় এখানে । গত পাঁচ বছর ধরে পুজোর আয়োজন করছেন রূপান্তরকামী রঞ্জিতা সিনহা । আল্পনা দেওয়া থেকে প্রতিমা সজ্জা, পুজোর জোগাড়, ভোগ রান্না সবকিছুই করেন রঞ্জিতা (Ardhanariswar Durga Puja by Transgender Community) ।