Anubrata Mondal: সারাদিন দৌড়ঝাঁপ, বেকসুর খালাস হয়ে ফের জেলে ‘ক্লান্ত’ অনুব্রত - অনুব্রত মণ্ডল
🎬 Watch Now: Feature Video
সকাল থেকে বিকাল, আসানসোল জেল থেকে বিধাননগর এমপি-এমএলএ কোর্ট ৷ দীর্ঘ এই পথ আসা-যাওয়া ৷ আর তার মাঝে কয়েকঘণ্টা আদালতের কাঠগড়ায় দাঁড়ানো ৷ যেখানে 2010 সালের মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় (Mangalkot Blast Case) বেকসুর খালাস পেয়েছেন অনুব্রত ৷ যে মামলায় মুক্ত হয়েও, ফের জেলবন্দি হতে ফিরে এসেছেন আসানসোলে (Anubrata Mondal Returns Asansol Jail) ৷ কারণ, গরুপাচার মামলা 14 দিনের জেল হেফাজতে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি ৷ তবে, সকাল থেকে বিকালের এই দীর্ঘ যাত্রাপথে রীতিমতো ক্লান্ত দেখাল অনুব্রতকে ৷ শুধু জেলে ঢোকার আগে জানান, অন্যায় করিনি, তাই বেকসুর খালাস পেয়েছি ৷