Siliguri Election : সংঘর্ষের পর ছাপ্পা ! ফাঁসিদেওয়ায় আগেই পড়ে গেল মহিলার ভোট - শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন
🎬 Watch Now: Feature Video
সংঘর্ষের পর এ বার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ । শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে ফাঁসিদেওয়া ব্লকের চটহাট প্রাইমারি স্কুলে ওই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় (Allegations of vote rigging)। এ দিন অনিতা টিগ্গা নামে এক মহিলা শ্রমিক ভোট দিতে গিয়ে দেখেন, তাঁর ভোট অন্য কেউ দিয়ে চলে গিয়েছে । আর তারপরই উত্তেজনা ছড়ায় স্কুল চত্ত্বরে । যদিও বিষয়টি কাউন্টিঙের ভুল বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার উমেশচন্দ্র ঘোষ । অন্যদিকে, ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলেছেন নির্দল প্রার্থী আখতার আলি । অনিতা টিগ্গা বলেন, "ভোট দিতে গিয়ে শুনি আমার ভোট অন্য কেউ দিয়ে চলে গিয়েছে ।" আখতার আলি বলেন, "ভোট নয়। ভোটের নামে প্রহসন হচ্ছে । আর পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে । নির্বাচন কমিশনকে অভিযোগ জানালেও কোনও কাজ হচ্ছে না ।" প্রিসাইডিং অফিসার উমেশচন্দ্র ঘোষ এ বিষয়ে বলেন, "কাউন্টিং লিস্টে হয়তো ভুল হয়েছে । আমি বলেছিলাম টেন্ডার ব্যালটে ভোট দিতে । ভোটার দিতে অস্বীকার করেছেন তিনি ।"