Agitation on Baguiati Double Murder Case: বাগুইআটি জোড়া খুনের ঘটনায় বিক্ষোভ সিপিএম ও বিজেপির - মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তী
🎬 Watch Now: Feature Video
বাগুইআটিতে দুই ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনার প্রতিবাদে বুধবার তেঘরিয়া ভিআইপি রোড অবরোধ করল সিপিএম (CPIM) ৷ পাশাপাশি বিজেপি মহিলা মোর্চার (BJP Mahila Morcha) তরফ থেকেও বাগুইআটি থানার সামনে বিক্ষোভ করা হয় ৷ মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তী এই খুনের ঘটনায় সিবিআই (CBI) তদন্তের দাবি জানিয়েছেন। অবিলম্বে, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও জানিয়েছেন। এদিন মহিলা মোর্চার তরফ থেকে বাগুইহাটি থানায় বিক্ষোভ চলাকালীন তনুজা চক্রবর্তী সাংবাদিকদের জানান, সম্পূর্ণভাবে পুলিশি নিষ্ক্রিয়তার জন্যই এই ঘটনা ঘটেছে। এলাকার জনপ্রতিনিধিরাও নিষ্ক্রিয় ছিলেন। অবিলম্বে মূল অভিযুক্তকে গ্রেফতার করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তিনি জানিয়েছেন (Agitation on Baguiati Double Murder Case)।