কুয়োয় পড়ে যাওয়া হস্তি শাবককে উদ্ধার গ্রামবাসী ও বন দফতরের

By

Published : May 8, 2021, 5:02 PM IST

thumbnail
কথায় আছে হস্তি শাবককে মানুষ স্পর্শ করলে, তাকে আর দলে নেয় না হাতির দল ৷ এই প্রবাদ বাক্যটি মাথায় রেখে কুয়োতে পড়ে যাওয়া এক হস্তি শাবককে স্পর্শ না করেই উদ্ধার করল গ্রামবাসী ও বন দফতর ৷ ঘটনাটি ঝাড়গ্রাম বনবিভাগের মানিকপাড়া রেঞ্জের বালিভাসা বিটের ডালকাটি গ্রামের । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে 30 থেকে 35টি হাতির একটি দল ঢুকে পড়ে ডালকাটি গ্রামে । গ্রামের মধ্যে একটি পরিত্যক্ত কুয়োয় একটি হস্তি শাবক পড়ে যায় ।  বিষয়টি গ্রামবাসীরা বন দফতরকে জানা়ন । বন দফতর ও গ্রামবাসীরা যৌথভাবে কুয়োর মধ্যে শুকনো খড়ের আঁটি ফেলে এবং বাঁশের লাঠির সাহায্য নিয়ে হস্তি শাবকটিকে স্পর্শ না করেই কুয়ো থেকে তোলেন । দলে ফিরিয়েও দেওয়া হয়েছে ওই হস্তি শাবকটিকে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.