Vaidyanatha Mela : ভারত-বাংলাদেশ সীমান্তে শুরু শতবর্ষ পুরনো বৈদ্যনাথ মেলা - Vaidyanatha Mela has start

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 16, 2022, 1:14 PM IST

নদিয়ার চাপরার ভারত-বাংলাদেশ সীমান্তে শুরু হল 100 বছরের পুরনো বৈদ্যনাথের মেলা (Vaidyanatha Mela Start)। দুই দেশের মেলবন্ধন ঘটে এই মেলার মধ্য দিয়ে । কথিত আছে পূর্বে যখন দেশ বিভক্ত হয়নি তখন বাংলাদেশ এবং ভারতের বাসিন্দারা মিলিতভাবে এই বৈদ্যনাথের পুজো হত । গাছ পুজো হল এই মেলা প্রধান আকর্ষণ ৷ পরবর্তীকালে দেশ ভাগ হয়ে যাওয়ার পর ভারতের সীমান্তবর্তী এলাকায় বৈদ্যনাথের পুজো হয় । জানা গিয়েছে বাংলাদেশের মাটি নিয়ে এসে হৃদয়পুরে একটি বৈদ্যনাথ মন্দির স্থাপিত হয়। পরবর্তীকালে সেই মন্দিরেই বৈদ্যনাথের পূজা-অর্চনা হয়ে থাকে। দেশভাগের পরেও বহু বাংলাদেশের ভক্তরা বিশেষত মহিলারা বৈদ্যনাথের পূজা উপলক্ষে শামিল হতেন এই মেলায় । বর্তমানে বাংলাদেশের বেশ কিছু ভক্তরা বৈদ্যনাথের মেলায় আসেন ৷ যদিও আগের তুলনায় অনেক কম । তবে পুরনো রীতি নীতি মেনে এখনও বৈদ্যনাথের পুজো হয়ে থাকে এই মন্দিরে।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.