Cooch Behar Panchayat Elections : পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়ন জমা দিতে সাহায্য করব, জনসভা থেকে আশ্বাস উদয়নের - TMC will help oppositions to submit nominations in Panchayat Elections says Udayan Guha
🎬 Watch Now: Feature Video
পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়ে থেকে বিরোধীদের মনোনয়ন জমা দিতে সাহায্য করবেন বলে জানালেন উদয়ন গুহ (Udayan Guha on Cooch Behar Panchayat Elections) । দিনহাটার পাঁচমাথার মোড়ে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিজেপি-সিপিআইএম-কংগ্রেসের নেতাদের উদ্দেশ্যে বলছি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আপনারা যাতে মনোনয়ন দিতে পারেন, সে ব্যবস্থা করা হবে । কেউ আপনাদের বাধা দেবে না । প্রয়োজনে আমরা দাঁড়িয়ে থেকে আপনাদের মনোনয়ন দিতে সহযোগিতা করব । এমনকি আপনাদের যাতে ভোট দিতে পারেন সে ব্যবস্থাও করা হবে ।" পৌর নির্বাচনে বিরোধীদের মনোনয়ন জমা দিতে না দেওয়ার অভিযোগে জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে তাঁকে সরিয়ে দেয় দল ৷ সেকারণেই হয়ত এই মন্তব্য উদয়নের । এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST