AMC Election 2022 : বুথে পুলিশের গাড়িতে তৃণমূলের স্টিকার ! বিতর্ক আসানসোলে - আসানসোলে 51 নং ওয়ার্ডের বুথে পুলিশের গাড়িতে তৃণমূলের স্টিকার
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14443757-thumbnail-3x2-a51.jpg)
পুলিশের গাড়িতে তৃণমূল কংগ্রেসের নেতার স্টিকার ৷ আসানসোল পৌরনিগমের 51 নম্বর ওয়ার্ডে চেলিডাঙা উচ্চবিদ্যালয় ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে একটি পুলিশের গাড়ি রাখা আছে ৷ তাতেই লাগানো রয়েছে ঘাসফুলের স্টিকার (TMC sticker on Police Car in Asansol 51 no ward Paschim Bardhaman) । এই ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে ৷ ভোটগ্রহণ কেন্দ্রে উপস্থিত বাম নির্বাচনী এজেন্ট শিউলি ঘোষ জানান, এ নিয়ে অভিযোগ করার কিছু নেই ৷ দিনের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে পুলিশের গাড়িতে তৃণমূলের স্টিকার ৷ তিনি বলেন, "এতেই বোঝা যাচ্ছে পুলিশ কতটা নিরপেক্ষ ভাবে কাজ করছে ৷" বিজেপি প্রার্থী হেমন্ত মণ্ডল বলেন, "গতকাল রাত থেকে যা চলছে, তা গোটা আসানসোল শিল্পাঞ্চল দেখতে পাচ্ছে ৷ এটাই তো আসল গণতন্ত্র ।"
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST