Prayer for Anubrata Mondal : হাসপাতালে অনুব্রত, মঙ্গলকামনায় দুবরাজপুরে যজ্ঞ তৃণমূলের - dubrajpur tmc arranged puja for anubrata mandal
🎬 Watch Now: Feature Video
সিবিআইয়ের হাজিরা এড়িয়ে এসএসকেএমে অনুব্রত মণ্ডল। অন্যদিকে, তাঁর মঙ্গলকামনায় যজ্ঞ শুরু হল বীরভূমের দুবরাজপুরে (Prayer for Anubrata Mondal) ৷ এদিন পঞ্চমবার নোটিশ দিয়ে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। কিন্তু, সকাল থেকে দেখা গেল কলকাতার বাড়ি থেকে বেরিয়ে নিজাম প্যালেস না গিয়ে সোজা এসএসকেএমে চলে যান অনুব্রত মণ্ডল। তাই তাঁর মঙ্গলকামনায় এদিন বীরভূমের দুবরাজপুরে শুরু হল যজ্ঞ। এদিন পাহাড়েশ্বর মন্দিরে সকাল থেকেই দলের নেতা কর্মীরা যজ্ঞ শুরু করেছে।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST